ইউক্রেনের গোলায় আহত সেই রুশ সাংবাদিকের মৃত্যু

রুশ সাংবাদিক নিকিতা গোলদিন ইউক্রেনের কামানের গোলার আঘাতে গুরুতর আহত হওয়ার পর মস্কোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার তার কর্মস্থলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

নিকিতা গোলদিন রাশিয়ার সামরিক বাহিনীর মালিকানাধীন জাভেজদা টেলিভিশনে কর্মরত ছিলেন। গত ২৪ মার্চ ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের মস্কো–নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকায় রিপোর্টিংয়ের সময় তার টিমের ওপর গোলাবর্ষণ করা হয়।

এই হামলায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং একজন গাড়িচালক ছিলেন। বাকিরাও টিমের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

রুশ সামরিক বাহিনীর দৈনিক সংবাদপত্র ‘ক্রাসনায়া জাভেজদা’-তেও নিয়মিত লিখতেন সাংবাদিক নিকিতা। তাদের পক্ষ থেকে জানানো হয়, আহত অবস্থায় তাকে দ্রুত মস্কোয় নিয়ে যাওয়া হয় এবং সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। মাসখানেক ধরে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

ওই হামলার ঘটনায় সাংবাদিকদের সরাসরি লক্ষ্যবস্তু বানানোর জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে আন্তর্জাতিক সাংবাদিক নিরাপত্তা বিধানের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)’ জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অনেকেই রিপোর্টিংয়ের সময় গোলার আঘাতে মারা যান।

ইউক্রেনে চলমান যুদ্ধে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে। নিকিতা গোলদিনের মৃত্যু এই সংকটের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকলো। এমন ঘটনায় স্বাধীন সাংবাদিকতার পথ আরও সংকুচিত হয়ে উঠছে।

তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ

Leave a Reply