তাসকিন ইনজুরির চিকিৎসায় ইংল্যান্ডে যাচ্ছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ বর্তমানে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। চলমান ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাচ্ছে না এই ডানহাতি পেসারকে। তবে মাঠে ফেরার লক্ষ্যে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে নারাজ তাসকিন।

তাসকিনের উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাসকিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইংল্যান্ডে পৌঁছাবেন তাসকিন এবং তার সঙ্গে সফর করবেন ডা. দেবাশীষ নিজেও।

ইংল্যান্ডে চিকিৎসকের সঙ্গে পরামর্শের ভিত্তিতে তাসকিন আহমেদের চিকিৎসা ও পুনর্বাসনের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। এরই মধ্যে দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই গতি তারকা। তবে তার বর্তমান ইনজুরির সম্পূর্ণ সমাধান এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই বিদেশ সফরের আয়োজন।

তাসকিনের ইনজুরি সম্পর্কে আগেও মন্তব্য করেছিলেন বিসিবির চিকিৎসক। তার ভাষ্যমতে, বাঁ পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক একটি বৃদ্ধি রয়েছে যা স্থায়ীভাবেই ম্যানেজ করে খেলতে হবে। ব্যথা কখনও বাড়বে, কখনও কমবে—এটাই স্বাভাবিক। এ অবস্থাতেই পারফর্ম করতে হবে তাসকিনকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। তবে জাতীয় দলে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে চান। এ লক্ষ্যেই এই পেসার নিচ্ছেন উন্নত চিকিৎসার সিদ্ধান্ত।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply