গুগল অ্যাডসেন্স পেতে হলে কি কি শর্ত পুরন করতে হবে?

Aug

21

2024

ওয়েবসাইট থেকে বিজ্ঞাপন দেকিয়ে আয় করার জনপ্রিয় একটি মাধ্যম হল গুগল অ্যাডসেন্স।

আমি আমার ওয়েবসাইট দিয়ে প্রায় ১ বছর হল চেষ্টা করছি গুগল অ্যাডসেন্স আপ্রুভাল নেওয়ার কিন্তু বার বার বিভিন্ন সমস্যা দেখিয়ে আমার আবেদন বাতিল করে দিচ্ছে গুগল।

আপনি কি আমাকে বলতে পারবেন গুগল অ্যাডসেন্স পেতে হলে আমার ওয়েবসাইটের কি কি শর্ত পুরন করতে হবে?

In: অনলাইনে আয় Asked By: [23 Grey Star Level]
Answer #1

আপনি যদি গুগল অ্যাডসেন্স আপ্রুভাল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স এর নীতিমালা অনুসারে তৈরি করতে হবে।

গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে নিচের শর্ত গুলো পূরণ করতে হবেঃ

১/ আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে।
২/ আপনার ওয়েবসাইটে অবশ্যই আপনার নিজের লেখা কন্টেন্ট থাকতে হবে (কোন ধরনের কপি করা কন্টেন্ট রাখা যাবে না)।
৩/ অ্যাডসেন্স নীতিমালা অনুসারে বিজ্ঞাপন দেখানর অনুমোদন দেয় এমন কন্টেন্ট সাইটে পাবলিশ করতে হবে।
৪/ সাইটের নেভিগেশন অবশ্যই সহজ হতে হবে।
৫/ সাইটের কিছু গুরুত্বপূর্ণ পেজ থাকতে হবে। গুরুত্বপূর্ণ পেজ গুলো হলঃ এবাউত আস,যোগাযোগ,নীতিমালা,ডিসক্লেইমার এবং ডিএমসিএ পেজ।
৬/ সাইটে কমপক্ষে ৩ টি ক্যাটেগরি এবং প্রতি ক্যাটেগরিতে কমপক্ষে ৬ টি করে কন্টেন্ট (আর্টিকেল) থাকতে হবে। তবে আপনি চাইলে আর ক্যাটেগরি রাখতে পারেন।

উপরের নিয়ম মেনে সাইট তৈরি করে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করলে অবশ্যই আপনি অ্যাডসেন্স আপ্রুভাল পাবেন।

Answers Answered By: tanvir [15 Grey Star Level]

Answer this Question

You must be Logged In to post an Answer.

Not a member yet? Sign Up Now »

Star Points Scale

Earn points for Asking and Answering Questions!

Grey Sta Levelr [1 - 25 Grey Star Level]
Green Star Level [26 - 50 Green Star Level]
Blue Star Level [51 - 500 Blue Star Level]
Orange Star Level [501 - 5000 Orange Star Level]
Red Star Level [5001 - 25000 Red Star Level]
Black Star Level [25001+ Black Star Level]