Q&A Categories
Find a Question:
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Aug
23
2024
বাংলাদেশকে নদী মাতৃক দেশ বলা হয়ে থাকে। কারন সারা বাংলাদেশে প্রায় ১০০৮ টি নদী আছে। এখন আমি জানতে চাই এই নদী গুলোর মধ্য সব চাইতে
দীর্ঘতম নদী কোনটি?
Answer this Question
You must be Logged In to post an Answer.
Not a member yet? Sign Up Now »
Star Points Scale
Earn points for Asking and Answering Questions!












Answer #1
নদী রক্ষা কমিশন রিপোর্ট ২০২৩ সাল অনুসারে বাংলাদেশের দীর্ঘতম নদী হল পদ্মা নদী। এই নদীটি হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্যো দিয়ে গঙ্গা নামে বয়ে চেলেছে এবং এটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত।
বাংলাদেশের মধ্য পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার এবং এই নদীর গর প্রস্থ প্রায় ১০ কিলোমিটার।